শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ এপ্রিল ২০২৫ ১৮ : ৫৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: নববর্ষের হাত ধরে শুরু বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর পার্বণ মানে পেটপুজো । পাতে মোচার ঘণ্ট, কচুশাক, কচি পাঁঠার ঝোলের মতো বাঙালি পদ থাকলে জমজমাট পয়লা বৈশাখ। কয়েক দশক আগেও বাড়ির বাইরে বাঙালি খাবার খাওয়ার চল ছিল না। নিরামিষ থেকে আমিষ, সবই তৈরি হত গৃহস্থের হেঁশেলে। কিন্তু ব্যস্ত জীবনে কোনও রকমে ভাত-ডাল ফোটাতেই ঘড়ির কাটা জানান দেয়! তাই তো বাড়ির রান্নাঘরে হারিয়ে যাচ্ছে দিদা-ঠাম্মার বাঙালি পদ! তবে নাই বা তৈরি হল ঘরে, রসনাতৃপ্তির সেই সুযোগই যে মেলে বিভিন্ন বাঙালি রেস্তোরাঁগুলিতে। বিশেষ করে পয়লা বৈশাখে স্টার্টার থেকে ডেজার্ট, সবেতেই থাকে ভরপুর বাঙালিয়ানা। বছরের প্রথম দিনে বিশেষ বাঙালি পদ নিয়ে হাজির তিন রেস্তোঁরা।
আহেলি
বাংলার অভিজাত বাড়ির স্বাদ ফেরাতে পথচলা শুরু ‘আহেলি’র। নতুন বছরে ‘আহেলি’তে পেয়ে যাবেন কর সমেত ২৭৯৫ টাকায় ‘ভূরিভোজ’ থালি, ২৩৯৫ টাকায় ‘রাজভোজ’ থালি এবং ১৬৯৫ টাকায় ‘মহোৎসব’ থালি। শরৎ বোস রোডের শাখায় পাবেন ‘আহার’ ও ‘মহাভোগ’ (খরচ কর সহ ১২৯৬, ১৫৯৫)। আর অ্যাক্সিস মলের ‘আহেলি’তে জিএসটি সমেত ১৪৯৯ টাকায় হাজির ‘নববর্ষের পেটপুজো’ বাফেট। মাছের চপ, হিং ডালের কচুরি, বেগুন ভাজা, গোবিন্দভোগ মুগ ডাল, সবজি ঘণ্ট, টম্যোটো বাদাম দিয়ে আলুরদম থেকে শুরু করে আদা বাটা দিয়ে চিংড়ি ঝাল, সর্ষে ইলিশ, ভেটকি পাতুরি, কষা মাংস, রাজনন্দিনী পোলাও, কাঁচা আমের চাটনি, মালাইভোগ।
ভূতের রাজা দিল বর
গুপি আর বাঘার মতো হাততালি দিলেই হাজির প্লেট ভর্তি পছন্দের খাবার খাবার। কোথায়? ‘ভূতের রাজা দিল বর’ রেস্তোরাঁয়। যেখানে আনাচেকানাচে রয়েছে সত্যজিৎ রায়ের ছোঁয়া। পয়লা বৈশাখে এই রেস্তোঁয়ার বিশেষ আয়োজন ‘ভূতের রাজার বৈশাখী থালি’। যার মধ্যে পাবেন আম পান্না, ফিস ফ্রাই, কড়াইশুঁটির কচুরি, ভাজা মশলার আলুরদম, বাসন্তী পোলাও থেকে মাছের মাথা দিয়ে মুগ ডাল সহ ভেটকি পাতুরি, চিংড়ি মালাইকারি, ইলিশ ভাপা, ভূতের কালো পোড়া খাসির মাংস, পায়েস সহ আরও অনেক পদ। এই থালিতে দিব্যি দু’জন জমিয়ে খেতে পারেন। খরচ পড়বে ১৬৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৬৪৯ টাকায় ‘হল্লা রাজার কাঁকড়া থালি’, ৮৯৯ টাকায় ‘মেছো ভূতের পঞ্চ প্রীতি থালি’, ৬৯৯ টাকায় ‘গুপির থালি’, ৭৯৯ টাকায় ‘বাঘার থালি’।
বাবু কালচার
পয়লা বৈশাখে প্রিয়জনের সঙ্গে খাঁটি বাঙালি খাবারেপেটপুজো করতে চাইলে যেতে পারেন ‘বাবু কালচার’-এ। বাঙালিয়ানার অন্যতম এই রেস্তোরাঁটির আতিথেয়তা মুগ্ধ হওয়ার মতো। পুরনো কলকাতার আমেজ রয়েছে এদের সাজসজ্জাতে। পয়লা বৈশাখে নিরামিষ ও আমিষের ‘বৈশাখী থালি’ আয়োজন রয়েছে এই রেস্তোঁরায়। যেখানে ৭৪৯ টাকায় নিরামিষ থালিতে পেয়ে যাবেন গন্ধরাজ লেবু আর ভুনা জিরের শরবত, এঁচোড়ের দইবড়া, গন্ধরাজ লেবু ও লঙ্কা, বাসমতী চালের ভাত, ঘি, বেগুনি, বাদাম কারি পাতা দিয়ে আলু ঝুরি ভাজা, সবজি দিয়ে সোনা মুগডাল, মোচার ঘণ্ট, নারকেল সর্ষে কুমড়ো ভর্তা, লুচি, কষা আলুরদম, বাসমতী পোলাও, ছানার বাহারি ডালনা, সর্ষে চারমগজ পটল পোস্ত, বেগুন বাসন্তী, পাপঁড়, ফলের পায়েস, রসগোল্লা, মিষ্টি পান। অন্যদিকে, আমিষ থালিতে এঁচোড়ের দই বড়ার পরিবর্তে থাকবে বাগানের মশলা দিয়ে ফিস ফ্রাই, ছানার বাহারি ডালনা, সর্ষে চারমগজ পটল পোস্ত, বেগুন বাসন্তীর বদলে নারকেল সর্ষে গলদা চিংড়ি, ভেটকি পাতুরি, ভুনা মাংস। খরচ পড়বে ৯৯৯টাকা। এছাড়াও ১৪৯৯ টাকায় রয়েছে ইলিশ থালি।
সপ্তপদী
‘সপ্তপদী’ নামটির সঙ্গেই জড়িয়ে রয়েছে বাঙালির নস্টালজিয়া৷ একদিকে সম্পূর্ণ বাঙালিয়ানা, অন্যদিকে উত্তম-সুচিত্রার হাত ধরে রোমান্টিক ছোঁয়া ধরা পড়ে এই রেস্তোরাঁয়৷ ‘হারানো সুর’-এর সঙ্গে হরেক সুস্বাদু পদের স্বাদ নেওয়ার যেন এক আলাদাই আনন্দ! পয়লা বৈশাখে এই রেস্তোঁরায় রয়েছে বিশেষ থালির আয়োজন। যেখানে পেয়ে যাবেন কাঁচা আমের শরবত, কাঁচা লঙ্কা বাদামি মুরগি, আম আদা পার্সলে ফিস, রাঙা আলু ও কিডনি বিন ক্রোকেট, আজওয়াইন পনির ফ্রিটার, স্টিমড রাইস, বাসমতী পোলাও, লুচি, স্যালাড, সোনা মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ভাঙাবড়ি শুক্তো, ভাজা মশলা আলুরদম, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুড়ি, মুরগির ঘটি গরম কিংবা মটন সিপাহী, চাটনি, পাপঁড় ও ডেসার্ট। ৫% জিএসটি সহ খরচ পড়বে ৮৯৯ টাকা।
বছরভর যতই ব্যস্ততা থাকুক না কেন, খাওয়াদাওয়ায় ভোজনরসিক বাঙালিকে হার মানাবে কার সাধ্যি! পয়লা বৈশাখে জিভে জল আনা বাঙালি পদের স্বাদ আনতে রেস্তোঁরায় ঢুঁ মারতেই পারেন।
নানান খবর
নানান খবর

গরমে বাড়ছে ব্রণ, এই কয়েকটি নিয়ম মানলেই হবে সমাধান

জেনে নিন সানস্ক্রিন না ময়েশ্চারাইজারের মধ্যে কোনটি আগে ব্যবহার করবেন, সঠিকভাবে ব্যবহার করবেন কীভাবে

রাতের পর রাত চোখে ঘুম নেই? এই ঘরোয়া পানীয়ই দেবে অনিদ্রা থেকে রেহাই, দূর হবে ক্লান্তিও

মাইক্রোওয়েভ ওভেনে ভুলেও গরম করবেন না এই সব খাবার, শরীরে পড়তে পারে ভয়ঙ্কর প্রভাব

রান্নাঘরের তাক বার বার অগোছালো-অপরিচ্ছন্ন হয়ে যায়? ৫ টোটকা মানলেই শখের ক্যাবিনেট থাকবে ঝকঝকে

রোদে পুড়ে ত্বকের দফারফা? মাত্র ১৫ মিনিটে এই সবজির প্যাকেই গায়েব হবে জেদি ট্যান

রাতে চুলে তেল মেখে ঘুমোন? এতে আদৌ লাভ হচ্ছে তো! জানুন আসল সত্যি

শৈশবের স্মৃতি কেন মনে থাকে না? গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য

চিনি ছেড়ে ব্রাউন সুগার খাচ্ছেন? আদৌ এটি স্বাস্থ্যের জন্য ভাল তো! না জেনে খেলে বারোটা বাজবে শরীরের

স্ত্রীকে বিছানায় রেখেই মধ্যরাতে পা টিপে টিপে শাশুড়ির ঘরে চলে যেতেন জামাই! হাতেনাতে ধরে বধূ যা করলেন, জানলে আঁতকে উঠবেন

নামীদামি প্রসাধনী নয়, চুলের ভোলবদলে এই প্রোটিন লাড্ডু একাই একশো! বাড়িতে সহজে কীভাবে বানাবেন?

একদিনে ১ কেজি! ম্যাজিকের মতো ওজন কমায় রান্নাঘরের এই মশলা, নিয়মিত কীভাবে খেলে মিলবে সুফল?

চুপিসারে বারোটা বাজচ্ছে লিভারের? রাতের এই সব লক্ষণে বুঝুন বিপদ সংকেত

বেতন মিলবে তিন কোটি! তবুও কেউ করতে চান না এই চাকরি, কারণ জানলে অবাক হবেন

নাভিতে কয়েক ফোঁটা তেলেই লুকিয়ে হাজার রোগের সমাধান! জানেন কোন অসুখে কোন তেল লাগালে মিলবে উপকার?